শিল্পকলায় সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান

বাংলাদেশের কালজয়ী সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে তার দীর্ঘ সংগীতজীবনের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মাননা অনুষ্ঠানটি।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘ আয়ু কামনা করেন।

বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন প্রমুখ।

আরও পড়ুন:  পরিবর্তনের দাবিতে বিসিবিতে ক্রিকেট সংগঠকরা

অতিথিরা বলেন, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে বাংলা গান নতুন মাত্রা পেয়েছে। চলচ্চিত্রের গান থেকে আধুনিক ও দেশাত্মবোধক গান -সব ক্ষেত্রেই তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। তাঁর কণ্ঠের আবেদন প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে যাচ্ছে।

সম্মাননা অনুষ্ঠানে ‘শুধু গান গেয়ে পরিচয়’ একক সংগীত অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন নিজের কণ্ঠে গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *