আমি এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে : জয়

সুষ্ঠু নির্বাচন হলে নিজের এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হবেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এমনকি তার বিরোধী পক্ষের জামানতও বাজেয়াপ্ত হবে বলে আশঙ্কা করছেন তিনি। আজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন জয়। 

নুরুল হক নুরকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে এসব কথা লেখেন জয়।

সুস্থ নির্বাচন হলে তিনি এমপি নির্বাচিত হবেন জানিয়ে জয় বলেন, ‘সুস্থ নির্বাচন হলে শতভাগ বিএনপি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। আবার ঠিক উল্টাটাও হতে পারে। বিএনপি যা ভাবছে তার উল্টা ঘটনা ফুটে উঠতে পারে।

এবং এ কথাও বলে দিলাম— আমার এলাকায় আমি যদি এমপি প্রার্থী হই, তাহলে সব দলের সবার জামানত বাজেয়াপ্ত হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে। আর ১৬ বছরের মতো নির্বাচন হলে আমার জামানত বাজেয়াপ্ত  হবে। ভয় পাইয়েন না। কাউকে আন্ডারস্টিমিট কইরেন না।
নিজের পরিবারের রাজনৈতিক প্রভাব প্রসঙ্গেও কথা বলতে দেখা যায় জয়কে। তিনি বলেন, ‘আমার দাদা ওই এলাকার তিনবারের এমপি ছিলেন মুসলিম লীগের। এবং আমার চাচা ৯৮ শতাংশ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি।  আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে ভোটে দাঁড়ানোর আগে আমার দাদিকে সালাম করতেন। আব্দুর রাজ্জাকও সালাম করতেন। বিএনপির কিরণও সালাম করতেন। এই সালাম ছাড়া কেউ আগাতে পারতেন না। আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না। এটাই বাস্তবতা। হাহাহাহাহাহা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *