সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, ‘মানুষ বলে আপনি এদের এতো বকেন কেন? না, আমি এদের আদর করি।
ফজলুর রহমান বলেন, ‘তোরা যে বিমানে যাইস, ফাইভস্টার হোটেলে থাকস, বাপের কয় টাকা ছিল? এদের বাড়ি তো মুরাদনগরে, দেবীদারে, পঞ্চগড়ে। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই। এদের ১০০ টাকা ছিল না, এরা ১০০ কোটি টাকার মালিক হলো কিভাবে! এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে? যারা একাত্তর মানে না, আমি এদেরকে বলি তোমরা বাংলাদেশ থেকে চলে যাও।







