দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের মেডিক্যাল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিক্যাল টিম ঢাকায় এসেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা ঢাকা পৌঁছেছেন। ঢাকার চীনা দূতাবাস এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জানায়।

চীনা দূতাবাস জানায়, চীনা মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছা‌লে তা‌দের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিক্যাল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিক্যাল টিম ঢাকায় আসে।

এর আগে গত ২২ জুলাই প্রথম যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন।

আরও পড়ুন:  ওমরাহ পালনকারীদের সুখবর দিল মক্কা নগরী কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *