সেনা-পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাকর্মীরা সেনাবাহিনী ও পুলিশের কঠোর পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর তারা ১৫-১৬টি গাড়ির একটি বহরে করে গোপালগঞ্জ ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।

তিনি জানান, বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা ছিলেন। পুরো যাত্রাপথে সেনাবাহিনী ও পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করে।

গোপালগঞ্জ থেকে নেতাকর্মীদের সরিয়ে নেওয়ার এই পদক্ষেপের পেছনে কী কারণ রয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। তবে সূত্র মতে, পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে এটি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে নেতাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:  জয় সেন্টারের বাস্তবায়নের মাধ্যমে সন্দ্বীপে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে: পলক

#এফএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *