রাবিপ্রবি ছাত্রদলের কমিটি ঘোষণা, পদ ছাড়াই শ্রেষ্ঠ সংগঠক জসিম

 

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে নাসির উদ্দিন অর্ণবকে আহ্বায়ক ও জিসান আহমেদকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

১২ সদস্যের এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন শামস শাহরিয়ার। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশিক হোসাইন, মো. ইউনুস, মো. সোলেমান বাদশাহ, মো. আরিফুল ইসলাম, ইসমাইল হোসাইন ইশান এবং মো. জাহেদুল হাসান পয়েল।
সদস্য হিসেবে রয়েছেন মো. সাঈদ, নাজিয়া নূর ও মো. শরিফ উদ্দীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

রাবিপ্রবি ছাত্রদলের প্রথম কমিটির সবচেয়ে আবেগঘন দিক হলো—রাবিপ্রবি ছাত্রদলের প্রয়াত সংগঠক জসিম উদ্দিনকে ‘মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে ঘোষণা করা। তিনি কোনো পদে না থেকেও ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর স্মরণে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মান। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, জসিম উদ্দিন ছিলেন একজন প্রেরণার প্রতীক, যিনি সংগঠনের প্রতি ছিলেন অগাধ নিষ্ঠাশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *