সরকারি চাকরি অধ্যাদেশ জারির পর তীব্র আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, সব মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান তথ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে অনুমোদন দেয়। এতে সরকারি চাকরিজীবীদের সহজে ও কম সময়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটি কালাকানুন ও নির্বতনমূলক।

রোববার সকাল থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর গতকাল রাতে অধ্যাদেশটি জারি করা হয়।

আরও পড়ুন:  সচিবালয়ে আগুন: ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়

আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *