দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হয় বৈঠক। বৈঠকের প্রথম ধাপে প্রধান উপদেষ্টা কথা বলেছেন ১০ রাজনীতিবিদের সাথে। সন্ধ্যা ৬টার পর আমন্ত্রিত অন্যান্য নেতারাও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছেন। 

প্রথম ধাপে বৈঠকে অংশ নেন এলডিপির সভাপতি অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বেশ কয়েকজন নেতা।

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা।

আরও পড়ুন:  ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী

এর আগে শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *