কানের লাল গালিচায় আলিয়া ‘ম্যাজিক’

প্রথমবারের মতো কানের লাল গালিচায় হাঁটার প্রস্তুতি নিয়েছিলেন আলিয়া ভাট। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থায় কানে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসেন অভিনেত্রী। যদিও পুরোপুরি বাতিল করেননি কান সফর। জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন।

শেষ পর্যন্ত কানের মঞ্চে দেখা মিলল আলিয়া ভাটের। আর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটে মুগ্ধ করলেন অনুরাগীদের।গতকাল সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন লরিয়াল কন্যা আর বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের কান চলচ্চিত্র উৎসবের অভিষেকের জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে কানের গালিচায় এলেন আলিয়া।

কাস্টম স্ক্যাপেরল্লি গাউনে আলিয়ার এই সুপার এলিগ্যান্ট লুক দেখে মনে হচ্ছিল, এর চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না যেন। জুলিয়াস সিজারের মতো বলতেই হয়, ভেনি, ভিডি, ভিচি। এলেন, দেখলেন,জয় করলেন।কানের রেড কার্পেটে থেকে আলিয়া ভাটের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন:  ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান
যেখানে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্যাস্টেল গাউনে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। তার লুক ছিল ভিকটেজ, এই সাজের সঙ্গে আলাদা করে কোনও অলঙ্কার যোগ করেননি তিনি। নেটিজেনরা আলিয়ার এই লুকে মুগ্ধ, তার প্রশংসায় পঞ্চমুখ। আলিয়া ভাট নিজেই তার ইনস্টাগ্রামে তার কান লুকের একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে কান লুকের যে ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে তাকে নানান পোজ দিতে দেখা যায়।
আবার ইনস্টাস্টোরিতে আলিয়া তার যে সাদা-কালো ছবিটি শেয়ার করেছেন, তাতে তাকে একটি চিনা স্টাইলের হাতপাখা দিয়ে ফ্যান দিয়ে মুখের অর্ধেক অংশ ঢেকে রাখতে দেখা যায়।বলিউডে নোপোটিজম বিতর্কে ভুগলেও দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলেছেন নিজের। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউডের পর ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন:  আমার স্বপ্নে থাকা সন্দ্বীপ।। বেলাল বেগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *