সন্তান জন্মদানের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গমনেচ্ছুদের জন্য দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানের মাধ্যমে শিশুর নাগরিকত্ব অর্জন ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, এমন ঘটনা ঘটাতে চাইলে তাদের ভিসা বাতিল করা হবে।
কে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে কারও ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন।

এই ধরনের আবেদন বৈধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *