টেলিভিশন ফুটেজে দেখা যায়, সান ডিয়েগোর একটি নিচু দালানের এলাকায় সারি ধরে গাড়িগুলো আগুনে পুড়ে কালো ছাইয়ে পরিণত হয়েছে এবং অন্তত একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সান ডিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ‘বিমান দুর্ঘটনার’ স্থলে সাড়া দিয়েছে এবং সতর্কতা হিসেবে আশপাশের তিনটি রাস্তা খালি করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছেম যেন কেউ ধ্বংসাবশেষ বা জ্বালানির গন্ধ পেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানায়।