৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের গেজেট আসছে কাল

৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর নিয়োগ সংক্রান্ত গেজেট আগামীকাল মঙ্গলবার (২০ মে) প্রকাশ হবে। 

সোমবার রাতে সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে যাচ্ছে।

সেজন্য প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে চূড়ান্ত সুপারিশ দিয়েছে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি। এই কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রকাশিত গেজেটে এই ২২৭ জনের নাম বাদ গেলে পরদিন (৩১ ডিসেম্বর) তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ২ জানুয়ারি আবেদন করার সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন:  দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এরপর ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গণমাধ্যমকে বলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের অভিযোগ না থাকলে তারা নিয়োগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *