রবিবার (১৮ মে) এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রাঙ্গণে এবং লোকজনের চলাচলের পথের মতো ভিড়পূর্ণ জায়গায় শুয়ে পড়লে বিপজ্জনক জট তৈরি হয়। এতে হজযাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সংকটময় পরিস্থিতিতে জরুরি পরিষেবা দলগুলোর তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার সক্ষমতা ব্যাহত হয় বলে উল্লেখ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।
এদিকে পৃথক নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের সঙ্গে দিনের বেলা ছাতা রাখার অনুরোধ জানিয়েছে। কারণ তা তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোক থেকে বাঁচতে সহায়তা করবে।
এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। আগামী ৩১ মে হজের ফ্লাইট শেষ হতে যাচ্ছে।