রাজধানীতে চাকরিচ্যুত সেনাসদস্যদের বিক্ষোভ

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন।

রোববার এ কর্মসূচি পালন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনাসদস্যরা এই বিক্ষোভে যোগ দিতে জড়ো হন। পরে তারা জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলেও পুলিশ তাদের বাধা দেয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভকারীরা জানান, বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে।

নিরাপত্তার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। দুপুর ২টার দিকে শাহবাগ থানার উপপরিদর্শক তৌকির আহমেদ বলেন, ‘প্রেস ক্লাবের সামনে এখনো বিক্ষোভ চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *