শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈধভাবে বিদেশি মুদ্রা কিনতে গ্রাহকদের যেন অতিরিক্ত অর্থ দিতে না হয়, সেজন্য ব্যাংকগুলো শুধু মাত্র পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, তফসিলি ব্যাংকগুলোর অনেকে পাসপোর্টে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করার সময় একদিকে ৩০০ টাকার বেশি চার্জ নিচ্ছে, আবার এর সঙ্গে বাড়তি সার্ভিস ফি বা কমিশনও আদায় করছে। এতে সাধারণ গ্রাহক বিদেশি মুদ্রা ব্যাংক থেকে কিনতে নিরুৎসাহিত হচ্ছেন।