ট্রাম্পের কর প্রস্তাব আটকে দিলেন ৫ রিপাবলিকান, প্রাথমিকেই বড় ধাক্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই কয়েকজন আইন প্রণেতা ঠেকিয়ে দিয়েছে। এই অর্থবিলটিকে ট্রাম্প নিজেই ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে প্রচার করে আসছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান পাঁচজন। এতে করে ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খেলো। যদিও ট্রাম্প অনেকবারই আইন প্রণেতাদের এ বিলটি পাশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারও দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন।

বিলটি পাশ হওয়ার সম্ভাবনাও একবারেই শেষ হয়ে যায়নি। তবে এবারে প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এ বছরে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আঘাত।

আরও পড়ুন:  অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোন উন্নয়নই করেনি : প্রধানমন্ত্রী

রিপাবলিকানদের মধ্যে বিলটির সমর্থনের ভিন্ন ভিন্ন দিক আছে। কিছু কট্টরপন্থি বাজেট কাটছাঁটকে এগিয়ে নিতে চান। আবার কেউ কেউ স্বাস্থ্যসেবার মতো কর্মসূচিগুলোতে অর্থ কমানোর বিষয়ে উদ্বিগ্ন।

যে পাঁচজন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বলছেন, হাউজ স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরও ব্যয় কমানোতে রাজি না হলে তারা এ বিলের বিরোধিতা অব্যাহত রাখবেন। মেডিকএইড নিম্ন আয়ের আমেরিকানদের জন্য নেওয়া একটি কর্মসূচি।

বিলটির বিপক্ষে ভোট দেওয়া টেক্সাসের রিপাবলিকান চিপ রায় বলছেন, তাদের নির্বাচনি এলাকার অনেকেই এর ওপর নির্ভরশীল। তারা একই সঙ্গে চান যে ডেমোক্র্যাটদের সময়ে করা ‘পরিবেশ বান্ধব জ্বালানিতে কর অব্যাহতির’ বিষয়টি বাতিলের প্রস্তাব এই বিলে অন্তর্ভুক্ত হোক। এ বিলটি খুব দুর্বল।

আরও পড়ুন:  বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালেও এনডিএ আসন পেয়েছে ২৯৬টি

প্রস্তাবিত বিলে করছাড় কিছুটা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও বাস্তবায়ন করা হয়েছিলো। ট্রাম্প বিলে বকশিসের ওপর কর না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বললেও কিছু সমালোচক বলছেন যে এই বিল ধনীদেরই সুবিধা দিবে।

ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবেই বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা স্বাস্থ্যসেবার কর্মসূচিগুলোতে খরচ কমানোর বিষয়টি বিবেচনার দাবি করেছেন। বিশেষ করে তারা কম খরচে স্বাস্থ্য সেবা সুবিধায় কাটছাঁটের বিরোধী, যে প্রকল্পে লাখ লাখ আমেরিকান ভর্তুতি মূ্ল্যে স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন।

পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট ব্রেনডান বয়লে বলছেন, আর কোন বিল, আইন বা ইভেন্ট অতীতে এভাবে লাখ লাখ আমেরিকানের স্বাস্থ্যসেবার সুযোগ নষ্টের কারণ হয়নি, এমনকি তীব্র মন্দার সময়েও হয়নি।

আরও পড়ুন:  ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ৬ প্রার্থীর নাম ঘোষণা

কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির মতে, বিলটি পাস হলে আগামী দশ বছরে কর ছাড়ের মূল্য হবে ৩ দশমিক ৭২ ট্রিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *