আলটিমেটাম শেষে শুক্রবার বিকেলে শহরের ভেদভেদী বাজার থেকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু করা হয়।
এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর নানান পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে ভাস্কর্যটি ত্রিপল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। দুইদিন আগে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা নামের একটি প্লাটফর্ম থেকে আমাকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিলো ভাস্কর্যটি ভাঙার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে। আমি তাদের বলেছি, যেহেতু একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছে, সেহেতু মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এটি ভাঙা আমার পক্ষে সম্ভব নয়।
শুক্রবার রাত সাড়ে আটটায় এই রিপোর্ট লেখার সময়ও বিভিন্ন যন্ত্র দিয়ে ভাস্কর্যটি ভাঙার কাজ করছিলো ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এ সময় মাইকে তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছিলেন।