আরব আমিরাতের গ্র্যান্ড মসজিদে গিয়ে ট্রাম্প বললেন, ‘কত সুন্দর’

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফর উপলক্ষে মসজিদটি সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়।

বিষয়টিকে তিনি ‘বিশেষ সম্মান’ বলে উল্লেখ করেন।

মসজিদ দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, কতটা সুন্দর! এটা সত্যিই দারুণ! আমার বন্ধুদের জন্য খুব গর্ব হচ্ছে। আমি বলতে পারি, এটি সত্যিই অসাধারণ এক সংস্কৃতি।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো মসজিদটি এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সম্মানে করা হয়েছে বলে আমি মনে করি। এটি বিরাট সম্মানের।

মসজিদের পরিচালক, সংস্কৃতি ও জ্ঞান বিভাগের কার্যনির্বাহী পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্প মসজিদের আল নূর অংশের প্রবেশদ্বারে পৌঁছান এবং মসজিদের বাইরের দিক ভালো করে দেখেন। এরপর তিনি বাইরের দিকে থাকা মার্বেলের পথ ধরে হাঁটেন।

আরও পড়ুন:  ঢাকা ১৭ আসনে মোহাম্মদ এ আরাফাত এর মনোনয়ন পত্র বৈধ

মসজিদের ভেতরে প্রবেশ করে মূল অংশটি দেখে তিনি প্রশংসা করেন। ওই অংশটি জ্যামিতিক বিভিন্ন নকশা, চিত্তাকর্ষক পাথরের কাজ, সোনালি স্তম্ভ, রঙিন ঝাড়বাতি এবং নকশাযুক্ত ঐতিহ্যবাহী গালিচা দিয়ে সজ্জিত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রয়েছেন। এর আগে তিনি কাতার এবং সৌদি আরব সফরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *