যমুনার সামনে থেকে না সরার সিদ্ধান্ত জানিয়েছে জবি শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দিবাগত রাতে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। শান্তিপূর্ণ অবস্থানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়ভার উপদেষ্টাকে নিতে হবে।
তিনি আরও বলেন, বোতল নিক্ষেপের বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার দায় পুরো বিশ্ববিদ্যালয়ের হতে পারে না।
উপদেষ্টা তার ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, বোতল নিক্ষেপের এই ঘটনার প্রেক্ষিতে সমগ্র বিশ্ববিদ্যালয়কে দোষী করা আপনার উচিত হয়নি।