স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনাটি বিব্রতকর: পার্থ

বিমানবন্দরে স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনাটিকে ‘বিব্রতকর’ হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পার্থ জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছেন। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কীভাবে সুরাহা হয় তা দুয়েকদিনের মধ্যে দেখবেন বলেও জানান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বাধা দেয়। তারা জানায়, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে।

এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ জানান, ‘শেখ হেলালের মেয়ে বলে তাকে বাধা দেয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যাওয়ার পরে নাকি শেখ পরিবারের সবার এসবির ক্লিয়ারেন্স লাগে আলাদাভাবে।’

আরও পড়ুন:  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে 'আমরা মুজিব'

পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী এর আগে ধানের শীষে নির্বাচনও করেছেন। আমার সঙ্গে সবসময় ছিলেন। তিনি তো হাউজওয়াইফ।’

শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *