সৌদি পৌছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোদির আকাশসীমায় ঢোকার পর বিশেষ নিরাপত্তার সাথে ট্রাম্পের বিমানকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে দেশটির বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান।
মঙ্গলবার (১৩ মে) রাজধানী রিয়াদে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে নামার পর ট্রাম্পকে রিয়াদ বিমানবন্দরের গ্র্যান্ড হলে যান প্রিন্স মোহাম্মদ। যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয়।
ট্রাম্পের এই সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মধ্যে কয়েকটি বড় চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-প্রিন্সের আলোচনার শীর্ষে থাকছে বাণিজ্য চুক্তি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ক্রাউন প্রিন্স সালমান। অন্যদিকে ট্রাম্প চান সৌদি আরব এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করুক। তবে ঠিক কতটা বিনিয়োগ হবে, মূলত তা নিয়েই আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
আলোচনা শেষে সৌদি ও মার্কিন বিনিয়োগকারীদের একটি সভায় যোগ দেবেন পরে দুই নেতা।