আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে

কক্সবাজারের টেকনাফের নাফ নদে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে গুলি করেছে আরাকান আর্মি। সোমবার (১২ মে) দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন ও হেদায়েত উল্লাহ।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, সোমবার দুপুরে ছোট নৌকায় করে স্থানীয় দুই জেলে নাফ নদে মাছ ধরতে যায়।

এ সময় সীমান্তের ওপার থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি। এতে নৌকায় থাকা দুই জেলে গুলিবিদ্ধ হন। পরে নাফ নদের অন্য জেলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ জেলে হেদায়েত উল্লাহর ভাই রহিম উল্লাহ বলেন, ‘আরাকান আর্মির ছোড়া গুলি আমার ভাইয়ের হাতের বাহুতে লেগেছে। আরেকটি গুলি তার সঙ্গে থাকা জেলে মো. হোসেনের পায়ে লাগে। তারা দুজনই চিকিৎসাধীন আছেন।’

আরও পড়ুন:  কক্সবাজারের যে সৈকতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘নাফ নদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জেনেছি।

এ বিষয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে।’এদিকে আজ বিকেলে হ্নীলা এলাকা সংলগ্ন নাফ নদে মাছ ধরার সময় তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *