আজ শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্মতিথি আজ রবিবার। বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ‘জগতের সব প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধ।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি।’

তিনি বলেন, ‘মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে মানবজাতিকে আলোকিত করেছেন। মানুষের মধ্যে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ অহিংসার বাণী প্রচার করেছেন। বুদ্ধের আদর্শের অনুসরণ হিংসা, বিদ্বেষ ও হানাহানিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ ইতিহাস অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে বৈশাখী পূর্ণিমার বিশাখা নক্ষত্রে নেপালের লুম্বিনীর শালবনে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ (সম্বোধিলাভ) করেন। আবার ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনটিতে তিনি ৮০ বছর বয়সে মহাপরিনির্বাণ (মৃত্যু) লাভ করেন। জন্ম সিদ্ধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রি-গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বৈশাখী পূর্ণিমার দিনে ঘটেছিল। তাই এটি বুদ্ধপূর্ণিমা হিসেবে পরিচিত। গৌতম বুদ্ধ মৈত্রী ও অহিংসার শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপে বিবেচনা করতেন। বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের কাছে অতি গৌরবের ও মহাপবিত্র দিন হিসেবে উদযাপিত হয়। বিশ্ব বৌদ্ধরা এই দিনটিকে বৈশাখ দিবস বা ‘ভেসাক ডে’ হিসেবে উদযাপন করেন

আরও পড়ুন:  আমেরিকার স্বর্ণযুগ শুরু, শপথ পরবর্তী ভাষণে আরও যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জানান, সারা দেশে সাড়ে ৫ হাজারের মতো বৌদ্ধবিহার রয়েছে। আজ এই শুভদিনে বুদ্ধপূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনার মাধ্যমে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হবে। মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকাল ১০টায় বুদ্ধপূজা, শীলগ্রহণ ও সন্ধ্যা ৬টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের। বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহার, উত্তরায় বাংলাদেশ বৌদ্ধবিহারসহ সারা দেশের বিহারগুলোয় পূজা, আচার, প্রার্থনাসহ নানা আয়োজন করা হয়েছে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। বাংলাদেশ বুদ্দিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের দেশ রূপান্তরকে বলেন, গৌতম বুদ্ধের অহিংস বাণীকে ধারণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *