দেশজুড়ে কয়েকদিন ধরে চলা প্রচণ্ড দাবদাহের মধ্যে রোববার (১১ মে) কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বেশির ভাগ এলাকায় আজও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়াবিদেরা।
আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গরমের তীব্রতা টের পাওয়া যাচ্ছে। সকাল ৯টার দিকে ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দিনভর আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। তবে কোথাও কোথাও তাপমাত্রা হালকা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। ঢাকাতেও গতকাল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এটিও ছিল রাজধানীর জন্য বছরের সর্বোচ্চ রেকর্ড।
আবহাওয়াবিদেরা বলছেন, টানা রোদের প্রভাব, বাতাসের গতি কমে যাওয়া, দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পের প্রবাহে ঘাটতি এবং বৃষ্টিহীন পরিস্থিতির কারণে দেশে তাপপ্রবাহ বেড়েই চলেছে। এর প্রভাব পড়েছে জনস্বাস্থ্যের ওপরও—হঠাৎ বাড়তে থাকা তাপমাত্রার কারণে গরমজনিত রোগবালাইও বেড়ে গেছে।
তবে স্বস্তির খবর হলো, আগামীকাল সোমবার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় কাল হালকা বৃষ্টিপাত হতে পারে। পরদিন মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি কিছুটা বাড়তে পারে।
গতকাল শনিবার রাজশাহী, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগের দিন শুক্রবার শুধু রাজশাহী ও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ দেখা গিয়েছিল।
এই তীব্র গরমে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। চিকিৎসকেরা বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।