রাবিপ্রবিতে ”এ” ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৭৬ শতাংশ

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ”এ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৭৫.৯১%।

আজ শুক্রবার সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কেন্দ্র ছিলো রাবিপ্রবি। এছাড়াও দুইটি উপকেন্দ্রেও পরীক্ষা সম্পন্ন হয়। ”এ” ইউনিটের আজকের পরীক্ষায় ৩৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০৩ জন উপস্থিত এবং ৮২৬ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন সময়ে উপকেন্দ্র পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এসময় তিনি দায়িত্বরত চীফ প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উপাচার্য ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা, অটো ও বাস মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল অংশীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:  দ্রুত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে: শ্রম উপদেষ্টা

উল্লেখ্য যে, আজ জিএসটি গুচ্ছভুক্ত ”এ” ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *