ওই মুখপাত্র আরো জানান, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। এখানে দুই শিশু আহত হয়েছে।
আইএসপিআরের মহাপরিচালক পাঞ্জাবের মুরিদকেতে উম্মালকুড়া মসজিদে হামলায় তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোট এবং শকরগড়ের হামলার কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।







