নিহতরা হলো উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫)। তারা দুজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দুপুরে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় স্কুলে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই দুই শিক্ষার্থীসহ আরো একজন। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা।