অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দলটি এককভাবে জয়লাভ করেছে। এর মাধ্যমে দেশটির জনগণ আবারও আস্থা রাখল প্রগতিশীল নীতির ওপর। পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন। সেই সঙ্গে আলবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

আলবানিজ এরই মধ্যে তার সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি নির্বাচনে জয় নিশ্চিত করলেন।

সিডনিতে লেবার পার্টির সদর দফতরে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বয়স্কদের দেখাশোনা করার পাশাপাশি তরুণ অস্ট্রেলিয়ানদের বিকাশে বিনিয়োগ করবে। ভাষণে টেকসই অর্থনীতি ও ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

আরও পড়ুন:  কানাডায় লিবারেল পার্টির জয়, প্রধানমন্ত্রী মার্ক কার্নি

এদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এই জয়ের জন্য আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং এমন ফলাফলের জন্য ‘সম্পূর্ণ দায়’ নিচ্ছেন। এই নির্বাচনে ডাটন তার নিজের আসনও হারিয়েছেন। এমনকি তিনিই প্রথম কোনো বিরোধী দলীয় নেতা যিনি নির্বাচনে তার নিজ আসন হারালেন।

প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। যা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলার পর শনিবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৮৫ লাখেরও বেশি ভোট দিয়েছেন। যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। দেশটিতে ভোটদান বাধ্যতামূলক।

এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন নাগরিকরা। তবে তরুণ ভোটাররাও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *