ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটিতে অভিজ্ঞ ও মেধাবী নতুন শিল্পীদের সমন্বয় ঘটেছে

চলচ্চিত্র নির্মাতা  নাসিম সাহনিকের আসন্ন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। বেঙ্গলিভয়েস.কমের সাথে ব্যাচেলর ইন ট্রিপ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এই নির্মাতা। 

প্রশ্ন: বর্তমানে কি নিয়ে ব্যস্ত?

–  ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। চলচ্চিত্রটি আনকাট সেন্সর পেয়েছে। এখন রিলিজের প্রস্তুতি নিচ্ছি।

প্রশ্ন: কবে রিলিজ করবেন ব্যাচেলর ইন ট্রিপ?

– প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মাঝে এ বিষয়ে আলোচনা হচ্ছে। তারা ভাবছেন হয় ঈদুল আযহা অথবা আগস্টে বন্ধু দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

প্রশ্ন: ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ কি ধরনের চলচ্চিত্র?

– এটি একটি ট্রাভেল স্টোরি। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।

প্রশ্ন: চলচ্চিত্রটিতে কারা অভিনয় করেছেন?

আরও পড়ুন:  সবাইকে শান্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

– ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটিতে অভিজ্ঞ ও মেধাবী নতুন শিল্পীদের সমন্বয় ঘটেছে। অভিজ্ঞ শিল্পীদের মাঝে আছেন কায়েস আরজু, শিরিন শিলা, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, প্রয়াত তারেক মাহমুদ, সুবর্না সাঈদ, রেবেকা, দোলন দে,শিশির আহমেদ, আফফান মিতুল,জিদান সরকার প্রমুখ। নতুন মেধাবী শিল্পীদের মধ্যে আছেন শান্তা পল, রিতু দত্ত, লাবনি লাকি প্রমুখ। এছাড়া চিত্রনায়িকা শাহনুর এবং আরেকজন স্পেশাল আর্টিস্ট আছেন যারা বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

প্রশ্ন: এই স্পেশাল আর্টিস্ট কে?

– এটি একটু রহস্য। খুব শীঘ্রই বিষয়টি সকলকে জানানো হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের ইচ্ছা আছে তাকে নিয়ে ব্যাচেলর ইন ট্রিপ এর দ্বিতীয় পর্ব নির্মাণ করার।

প্রশ্ন: তার মানে ব্যাচেলর ইন ট্রিপের সেকেন্ড পার্ট আসবে?

আরও পড়ুন:  জীবিকার জন্য দক্ষিণ এশিয়ায় কাজ পাওয়া কঠিন: বিশ্বব্যাংক

– জ্বী। সেরকমই পরিকল্পনা করা আছে।

প্রশ্ন: সামনে আর কোন চলচ্চিত্র নির্মাণ করবেন?

-ব্যাচেলর ইন ট্রিপের পর ‘সুদীপ্তদের গোয়েন্দাগিরি‘ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে। এটির প্রিপ্রডাকশনের কাজ অনেকটাই করা আছে। এছাড়া আরও কিছু চিত্রনাট্য আমার আগে থেকেই রেডি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *