গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর অভিবাসন বিষয়ে কড়াকড়ি আরও বেড়েছে। এবার গ্রিনকার্ডধারীদের উদ্দেশেও কড়া সতর্কতা জারি করেছে তার প্রশাসন।

সম্প্রতি দেশটির নাগরিক ও অভিবাসী সেবা সংস্থা (ইউএসসিআইএস) মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ এক পোস্টে জানায়, “গ্রিনকার্ড থাকলেই নির্বিঘ্নে থাকা যাবে—এমন নিশ্চয়তা নেই। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে বৈধ নথিও বাতিল করা হবে।”

আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের উচিত অতিথির মতো আচরণ করা, নয়তো নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।”

এই সতর্কবার্তার পর বৈধ অভিবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে অনেককে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া ও ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা ও বৈধ অধিকার নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:  ব্যবসায়ী শফিকুল আহাদ মারা গেছেন

সূত্র: নিউজ উইক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *