আবহাওয়াবিদরা বলছেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এসময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ তাদের।
বজ্রপাত এড়াতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।
এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বলেও পূর্বাভাস দেন ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আবহাওয়া সম্পর্কে জনসচেতনতাই পারে বজ্রপাতে প্রাণহানি কমাতে।