জুলাই দিয়ে ঝুলাই!

লুৎফর রহমান রিটন
০১
প্রশ্ন করা বাজে অভ্যাস
প্রশ্ন করা বাজে,
প্রশ্নকর্তা চিরকালই
ব্যাঘাত ঘটায় কাজে।
মিট দ্য প্রেসে দৌড়ে এসে
ভাষণ দেয়ার মাঝে–
ও সাংবাদিক তোমার কি ভাই
প্রশ্ন করা সাজে?
মার্চ ডিসেম্বর মুইছা দিসি
আমরা অখন জুলাই,
মিট্টিকুলাস পদ্ধতিতে
জুলাই দিয়ে ভুলাই।
পুরান দোকান বন্ধ করাই
নতুন দোকান খুলাই,
বাড়াবাড়ি করলে কেহ
জুলাই দিয়েই ঝুলাই।
০২
সাংবাদিক তো কী হয়েছে?
প্রশ্ন করবি ক্যান?
কাল থেকে তোর টিভির নিউজ
প্রচার করা ‘ব্যান’।
ন্যান জুলাইয়ের স্বাধীনতা
পকেট ভইরা ন্যান!….
০৩
প্রশ্ন করার স্বাধীনতার
পশ্চাতে হাত বুলাই,
যখন তখন যাকে তাকে
জুলাই দিয়ে ঝুলাই…..
অতীতকালে শুকনা খেতিস
এখন খাবি ‘চুলাই’
উচ্চারণের খ্যাতা পুড়ি
করবো এমন ‘ধুলাই’–
ঢেঁরষ চাষের পরিবর্তে
চাষ করিবি ‘মুলা’ই! ….
০৪
প্রশ্ন করার জাগছে খায়েশ?
মাথায় তোমার লাগছে জট?
চিকিৎসা কি?
চাকরি নট!
তুমি হালায় টিচার নিহি?
প্রশ্ন করো ফটরফট?
কী মেডিসিন?
চাকরি নট!
অটোয়া ২৯ এপ্রিল ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *