চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন (৭১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
রোববার দুপুর ১টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মোঃ বেলাল হোসেন এর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক অভিভাবক সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। একজন শিক্ষানুরাগী ও পরোপকারী মানুষ ছিলেন।