সেনাবাহিনী এদিন এক বিবৃতিতে জানায়, শুক্রবার থেকে রবিবারের মধ্যে খাইবারপাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিদের একটি বড় দল। তখনই তাদের গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর।
পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, ‘ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, ঠিক সেই সময় এই জঙ্গিরা এমন কাজ করছে, যা স্পষ্ট করে দেয় কার ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে।
অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ তুলেছে। কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারত এই অভিযোগ করে।
এ ছাড়া ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, গত বছর পাকিস্তানে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল, যেখানে হামলার বেশির ভাগ ঘটনাই আফগান সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানে তালেবান সরকার নিজেদের ভূখণ্ড থেকে জঙ্গিদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে। তবে কাবুল নিয়মিতই এই অভিযোগ প্রত্যাখ্যান করে থাকে।