কাশ্মীরে হামলার ঘটনায় শোক জানিয়ে মোদীকে ড. ইউনূসের বার্তা

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.  মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে জানান, কাশ্মীরের ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক্স অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শোকবার্তা দিয়েছেন।

এতে তিনি বলেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। ’

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে অটল অবস্থানে বাংলাদেশ
এদিকে, এ ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ২৫ শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন

এতে বলা হয়, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ফলে নিরীহ মানুষের মর্মান্তিক ক্ষতি হয়েছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন।

এ ঘটনার পর সৌদি আরবে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য পরিশোধ করতে হবে।

ভারতের সংবাদমাধ্যমগুলো সেদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *