ইয়ুথ গ্রুপের সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

ইয়ুথ গ্রুপের সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, রেজাকুল হায়দার মঞ্জু ১৯৫৪ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন।

তিনি দীর্ঘ চার দশক পোশাকশিল্পের ব্যবসার মাধ্যমে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত হন। ব্যবসার পাশাপাশি জনকল্যাণে বিশেষ অবদান রাখেন। তিনি একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *