রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত সোমবার ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান। আগামী শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। পরে পোপের মরদেহ নেওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়। সেখানে তাঁকে সমাহিত করা হবে।
পোপ ফ্রান্সিস ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।