কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ২৬

জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত। এসময় আরও ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অর্তকিত এ হামলা চালায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা গেছে। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পিটিআই-এর প্রতিবেদন বলছে, গুলি করা হয়েছিল কাছ থেকে, ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাস্থলের হৃদয়বিদারক দৃশ্যগুলোতে দেখা যায় স্থানীয়রা আহতদের সাহায্য করতে ছুটে আসে এবং মহিলারা যন্ত্রণায় কাতরাচ্ছে।

আরও পড়ুন:  কক্সবাজারের যে সৈকতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

নিহতদের মধ্যে একজন ছিলেন কর্নাটকের শিভামোগ্গা জেলার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। খবর পাওয়া যায়, তার স্ত্রী ও ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয় তাকে।

এই হামলাটি এমন সময়ে ঘটেছে যখন কাশ্মীর উপত্যকায় পর্যটন মৌসুম তুঙ্গে। সারা ভারতে চলছে ‘আমারনাথ যাত্রা’র রেজিস্ট্রেশন চলছে। ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। ‘আমারনাথ যাত্রা’র একটি রুট হল ৪৮ কিমি দীর্ঘ পেহেলগাম রুট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াই করার সংকল্প অটুট এবং শক্তিশালী হবে।

At least 24 killed in Kashmir attack on tourists: Indian police source

টেলিফোনে এক কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলার স্থান পরিদর্শন করতে এবং যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। তিনি শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সমস্ত সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন:  কাশ্মীর সীমান্তে রাতভর ভারত-পাকিস্তানের গোলাগুলি

হামলার কিছুক্ষণের মধ্যে অমিত শাহ দিল্লিতে নিজের বাসভবনে এক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *