আকাশে বিরল গ্রহ-চাঁদের মিলন: দেখা যাবে ‘স্মাইলি ফেস’

আকাশপ্রেমীদের জন্য এক দারুণ সুযোগ আসছে। আগামী ২৫ এপ্রিল, শুক্রবার ভোরবেলায় আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য—যা দেখতে হবে একেবারে ‘স্মাইলি ফেস’ এর মতো। 
এই দিনে একসঙ্গে একটি সরল রেখায় ভেসে উঠবে শুক্র গ্রহ (ভেনাস), শনি গ্রহ (স্যাটার্ন) ও এক টুকরো বাঁকা চাঁদ।

যখন তিনটি মহাজাগতিক বস্তুকে একসঙ্গে আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যায় তখন তাকে  জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ট্রিপল কনজাংশ। ওই দিন শুক্র গ্রহ হবে এক চোখ, শনি গ্রহ আরেক চোখ এবং বাঁকা চাঁদটি হবে সেই হাসিমুখের ঠোঁট।

নাসার সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন জানান, ভেনাস থাকবে পূর্ব আকাশের একটু ওপরে, স্যাটার্ন একটু নিচে এবং একটুখানি উত্তরে থাকবে বাঁকা চাঁদ। এই তিনটি উজ্জ্বল বস্তু একত্রে এক মুগ্ধকর হাসিমুখের মতো দেখাবে।

আরও পড়ুন:  বাংলাদেশসহ ১৪১ দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট চালু

এই দৃশ্যটি দেখা যাবে বিশ্বের যেকোনো জায়গা থেকে, যদি আকাশ পরিষ্কার থাকে এবং পূর্ব দিগন্ত স্পষ্ট দেখা যায়। সূর্য ওঠার এক ঘণ্টা আগে এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তাই যারা দেখতে চান, তাদের সেই ভোরে পূর্ব দিকে তাকিয়ে থাকতে হবে।

শুক্র ও শনি গ্রহ সহজেই দেখা যাবে। তবে যারা টেলিস্কোপ বা স্টারগেজিং বাইনোকুলার ব্যবহার করবেন, তারা বাঁকা চাঁদের আরও পরিষ্কার রূপ দেখতে পারবেন।
আরও একটি চমকপ্রদ তথ্য হলো—এই মহাজাগতিক ‘স্মাইলি ফেস’ দেখা যাবে ঠিক লিরিড উল্কাবৃষ্টির চূড়ান্ত সময়ের পরপরই। ফলে সে রাতে আকাশজুড়ে থাকবে ব্যতিক্রমী আলো-ঝলকানির উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *