প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তা টড ইনম্যান স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের জানান, নিউইয়র্কের পূর্বাঞ্চলের কোপেইকে ‘একটি প্রাণঘাতী দুর্ঘটনার’ তদন্ত চলছে।
ইনম্যান জানান, বিমানটি আছড়ে পড়ার আগ পর্যন্ত অক্ষত ছিল। তবে ধাক্কার তীব্রতায় সেটি ‘চাপা খেয়ে ধসে যায় এবং মাটিতে গেঁথে যায়’।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে একের পর এক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এএফপির তথ্যানুসারে, এর আগের সপ্তাহে হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়।