বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনর কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ চাইবে।
গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন।