ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

সৌদি আরবে যারা এ বছর পবিত্র হজের আগে ওমরাহ পালন করতে যাবেন, তাদের ২৯ এপ্রিলের মধ্যেই ওই দেশ থেকে বেরিয়ে আসতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ওমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। সেদিন সৌদি আরবে জিলকদ মাসের ১ তারিখ। সৌদি আরব কর্তৃপক্ষ সেদিনের পর থেকে বার্ষিক হজের প্রস্তুতি নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবে ওমরাহ পালনের জন্যে প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল (সৌদি আরবে ১৫ শাওয়াল)। কেননা দেশটিতে হজের আগে ওই দিনের পর আর কেউ ওমরাহ পালন করতে যেতে পারবেন না।

এছাড়াও, ২৯ এপ্রিলের পর সৌদি আরবে ওমরাহ যাত্রীদের যদি কেউ অবস্থান করেন, তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে। এছাড়াও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:  উড়োজাহাজের টিকিটের দাম কমল ৭৫ শতাংশ

যেসব ব্যক্তি ও কোম্পানি ওমরাহ পরিষেবা প্রদান করে থাকে, তাদের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তবে শাস্তি হিসেবে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সৌদি আরব কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার এবং এ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়মকানুন সম্পূর্ণরূপে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

সৌদি আরব বিবৃতিতে বলছে, অতিরিক্ত সময় অবস্থানকারী ওমরাহ যাত্রীরা এ বিষয়ে জানাতে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা করা হবে তাদের। অনেক বছর ধরেই দেশটি হজ যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, নিরাপত্তা দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে হজের আগে বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরবে যাওয়া সাময়িকভাবে স্থগিত রাখে।

আরও পড়ুন:  কানাডার বেগমপাড়ায় থাকা ৫ পরিবারের গল্প

প্রতিবছর হজের সময় সারা বিশ্ব থেকে কয়েক লাখ মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *