‘উঠো, জাগো এবং শ্রেয়কে বরণ করো’ এই মহামতি মন্ত্রী দীক্ষিত সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) নারী প্রগতি সংঘ কার্যালয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই উপলক্ষে মুক্ত আলোচনা ও সংগঠনের সদস্যদের সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকার আবুল কাশেম শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী ইফতেখারুল আলম তারেক।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, কাজী রাসেল, কামরুল হাসান বিপ্লব, সাবরিনা সুলতানা, রাহুল সহ বিভিন্ন কলেজের নেতৃবৃন্দরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গণ পর্যায়ক্রমে জাহিদুল ইসলাম জিহাদ, মেঘনা, ইসরাত জাহান পপি, মাহিন, আশিক, তন্ময়, মিম সহ অর্ধশত নেতাকর্মী। চট্টগ্রাম শাখার নেতা সংগীতশিল্পী কানাই দেব শুভ দেশের গান সহ অন্যান্য সঙ্গীত পরিবেশন করেন। ঈদের পরে এমন ব্যতিক্রমী আয়োজন তরুণ সমাজে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।
উল্লেখ্য, সংগঠনটি ২০০৭ সালের ১৮ই অক্টোবর সন্দ্বীপের এক ঝাঁক সৃজনশীল তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সেবামূলক, পরিবেশবান্ধব এবং ক্রীড়া ও মাদকবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সন্দ্বীপে সুস্থ ধারা বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ৫২ ও ৭১ এর চেতনায় বিশ্বাসী সংগঠনটি এযাবত শতাধিক কর্মসূচি প্রণয়ন করে যুবসমাজকে সৃজনশীল পথে ধাবিত করে যাচ্ছে। দেশে বিশিষ্টজনদের কাছে প্রশংসিত হয়েছে এ সংগঠনের ধারাবাহিক কার্যক্রম।