আবুধাবিতে দুর্লভ হীরার প্রদর্শনী, নজর কাড়ছে ‘নীল হীরা’

বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার প্রদর্শনী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সোথেবিসের আয়োজনে আটটি হীরা প্রদর্শিত হচ্ছে, যার মূল্য ১২ হাজার কোটি টাকার বেশি। সবচেয়ে আলোচিত মেডিটেরেনিয়ান ব্লু নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার মূল্য দুই হাজার কোটি টাকার বেশি। ঝলমলে হীরার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। 

মঙ্গলবার (৮ এপ্রিল) আবুধাবির বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে সোথেবিসের উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে।

এতে ১২ হাজার কোটি টাকার বেশি মূল্যের আটটি হীরার সংগ্রহের প্রদর্শনী করা হয়। সবচেয়ে আলোচিত ‘মেডিটেরেনিয়ান ব্লু’ নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার দামই দুই হাজার কোটি টাকার বেশি।

আরও পড়ুন:  আওয়ামী লীগ সরকার ৭০০ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা বলে অভিহিত করেছে সোথেবিস। হীরাটি কাটিংও করা হয়েছে সুদক্ষভাবে। প্রদর্শনীতে থাকা মোট আটটি হীরার সম্মিলিত ওজন ৭০০ ক্যারেটের বেশি।

সোথেবিসের উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইগ ব্রুনিং জানান, ‘এই হীরাগুলো সাধারণ নয়, প্রতিটিই এককথায় অনন্য। আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছেন যারা এই মানের এবং এই রকম দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন। তাই হীরার সংগ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনায় এখানে আয়োজনটি করা হয়েছে।’

প্রদর্শনীটি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর ১৩ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে মেডিটেরেনিয়ান ব্লু র নিলাম। পৃথিবীতে বিরল এই রত্নগুলো শুধু মূল্যবানই নয় ইতিহাসেরও অংশ। যার নিলামে শুধু টাকা নয় পাওয়া যাবে এর কদরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *