নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। বীর শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর।
রাজবাড়ী
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গোপালগঞ্জ
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি, পরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে সকাল ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।
নিয়ামতপুর (নওগাঁ)
নিয়ামতপুরে ভোর ৬টা ৩ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর নিয়ামতপুর বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা, দোয়া, মোনাজাত ও আলোচনাসভা।
মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঘাটাইল (টাঙ্গাইল)
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
হিলি (দিনাজপুর)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
নাঙ্গলকোট (কুমিল্লা)
সারাদেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, উপজেলা স্মৃতিসৌধ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কাশিয়ানী থানা পুলিশের ২১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং সরকারি বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাটিয়াপাড়া ও ফুকরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়ে’ ৭১ পুষ্পস্তবক অর্পণ করা হয়।