নাম পরিবর্তন হচ্ছে না ‘মঙ্গল শোভাযাত্রা’র, বৈশাখ আয়োজন দুই দিনব্যাপী

নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার। একইসাথে, দুই দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ।

আসছে পহেলা বৈশাখে নতুনত্ব আনতে বৈঠকে বসেছিল বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা। সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে ওই বৈঠক শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়। যেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও।

বৈঠক শেষে দুপুরে ব্রিফিংকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারে উৎসব দুই দিনব্যাপী হবে। নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও। এবারের বর্ষবরণের স্লোগান- নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

আরও পড়ুন:  সারা দেশে শ্রদ্ধার ফুলে বীরদের স্মরণ

এর আগে গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। পাশাপাশি শোভাযাত্রায় নতুন চমক থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *