বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

বিভিন্ন ইসলামী দলের ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদে এ মিছিল ডেকেছিল ইসলামী দলগুলো।

শুক্রবার (২১ মার্চ) পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান রাখা রয়েছে।

এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।এদিকে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য  জ্যাকেট পরে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন:  জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *