ঈদে সংবাদপত্রে ৪ দিনের ছুটি মিলতে পারে

এবার ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা সর্বোচ্চ চার দিনের ছুটি পেতে পারেন। গত বছর পহেলা বৈশাখসহ দুটি বিশেষ ছুটির কারণে ৬ দিন ছুটি মিললেও এবার সর্বোচ্চ ৪ দিনের বেশি ছুটি মিলবে না। তবে ছুটি তিনদিন হবে না চারদিন হবে, এ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবে আলোচনা চলছে। শিগগিরই এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসবে।

জানতে চাইলে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, এবার ঈদের ছুটি নিয়ে হকার সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। ছুটি নিয়ে আজ-কালকের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবেন।

আরও পড়ুন:  ৪০ থেকে ৭০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, এবার সর্বোচ্চ চারদিনের ছুটি বিষয়ে আলোচনা হচ্ছে এতটুকু জানি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষ্যে এর মধ্যে পাঁচদিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটি পাবেন তারা। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

গত বছর ঈদে সরকারি ছুটি ছিল ১০ থেকে ১২ এপ্রিল অর্থাৎ তিনদিন। তবে সেই বার ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকারপ্রধানের নির্বাহী আদেশে ৯ এপ্রিল একদিন ছুটি বাড়ানো হয়। ঈদের ছুটি শেষ হওয়ার একদিন পর ছিল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। মাঝখানে শুধু ১৩ এপ্রিল। সেই ১৩ এপ্রিল একদিন নোয়াব ছুটি ঘোষণা করায় ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি ভোগ করে সংবাদকর্মীরা। তবে এবার এসব ছুটি না থাকায় সর্বোচ্চ চারদিন ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নোয়াবের সদস্যরা।

আরও পড়ুন:  পবিত্র আশুরা ও কারবালা এত গুরুত্বপূর্ণ কেন

সংবাদপত্র হকার্স কল্যাণ সমবায় সমিতির সাবেক ডিরেক্টর শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নোয়াবের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে ঈদুল ফিতরে চাঁদ দেখা ইস্যুতে ছুটি সাধারণত চারদিন হয়। এবারও এমনটি হচ্ছে বলে আমি জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *