ঢাকায় অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দ্বীপ ছাত্র ফোরাম ঢাকা’র আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ গতকাল ১৫ মার্চ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল আলম।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মহির আলম মান্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আল মানারাত হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. এনায়েত উল্লাহ খসরু, উপদেষ্টা ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রাধ্যক্ষ ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক প্রিন্সিপাল হাউস টিউটর সেলিনা চৌধুরী, ঢাকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গনিত ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহামদ রেজাউল করিম, এপারেল প্লাস লি.এর এমডি এস এম জাহেদুল আলম, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমানে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল আলিম এবং জুলাই গণঅভ্যুথান ২০২৪ এ শহীদ ‘সৈকত’ এর গর্বিত পিতা মাহবুবুর রহমান।
সভায় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণের পাশাপাশি সংগঠনের বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।
সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সন্দ্বীপের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, সন্দ্বীপ ছাত্র ফোরাম ঢাকা শুধু একটি সংগঠন নয়, এটি একটি বৃহৎ পরিবার, যেখানে সন্দ্বীপের শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে। পাশাপাশি, এ সংগঠন শিক্ষার্থীদের সন্দ্বীপের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়।
উক্ত ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সংগঠনের সাবেক সদস্যরা।