আহ্সান হাবীব (রাবিপ্রবি প্রতিনিধি)ঃ পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে প্রায় দুইশত শিক্ষার্থী নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি) শাখা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে এই আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এ বিষয়ে রাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতারা বলেন, ইফতারে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে রাবিপ্রবিকে জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে, সুস্থ ধারার রাজনীতির রোল মডেলে পরিণত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।
এদিকে রাজনৈতিক ব্যানারে প্রথম ইফতার হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও বেশ উদ্দীপনা কাজ করেছে। তাদের উপস্থিতি ও অংশগ্রহণ ইফতার ও দোয়া মাহফিলকে প্রাণবন্ত করেছে তুলেছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন অনেকেই।